REPORTED BY:- MASUD RANA
কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা আর বঞ্চনার প্রতিবাদ এ বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা জলঙ্গি ডোমকল ও রানীনগর বিধানসভায়। আজকের এই মিছিল থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা ও আক্রমণ করেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেন ডোমকল জলঙ্গিতেও।