BSF এর গুলিতে নিহত রুহুল মন্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মানবাধিকার কমিশনের লোকজন

BSF এর গুলিতে নিহত রুহুল মন্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মানবাধিকার কমিশনের লোকজন

REPORTED BY:- MASUD RANA


মুর্শিদাবাদের জলঙ্গীর সিংপাড়া বর্ডারে BSF এর গুলিতে নিহত রুহুল মন্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মানবাধিকার কমিশনের লোকজন। মঙ্গলবার দুপুরে নিহত রুহুল মন্ডলের সাগরপাড়ার রামনারায়নপাড়া গ্রামের বাড়িতে গিয়ে কীভাবে রুহুল মন্ডলের মৃত্যু হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি মানবাধিকার কমিশনের লোকজন 141 নং বিএসএফ ব্যাটালিয়নের সিংপাড়া ক্যাম্পে গিয়ে BSF আধিকারিকের সঙ্গে কথা বলে জেনে নেন কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটছে। এদিন নিহত রুহুল মন্ডলের পরিবারের সদস্যরা মানবাধিকার কমিশনের লোকজনদের বলেন,’ আমাদের রুহুল মন্ডল চাষের কাজে চরের জমিতে গিয়েছিল, বিএসএফ জওয়ানরা চোরাকারাবারি সন্দেহে অন্যায় ভাবে গুলি করে হত্যা করেছে। আমারা অভিযুক্ত BSF জওয়ানের শাস্তি চাই। পাশাপাশি মানবাধিকার কমিশনের সদস্য রাহুল চক্রবর্তী বলেন,’ আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানলাম রুহুল মন্ডল চাষের কাজেই গিয়েছিল। BSF চোরা পাচারকারী সন্দেহে গুলি করে মেরেছে। এই বিষয়ে 141 নং বিএসএফ ব্যাটালিয়নের সিংপাড়া ক্যাম্পে মানবাধিকার কমিশনের সদস্যরা যোগাযোগ করলে আধিকারিক নেই বলে বিষয়টি এড়িয়ে যান।

Leave a Reply

error: Content is protected !!