Reported By : News Desk
২৫ শে নভেম্বর, শুক্রবার, কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র ও তেহট্ট বিধায়ক তাপস সাহা নিতে আসেন তৃণমূল নেতার মৃতদেহ। গতকাল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে খুন হওয়া তৃণমূল নেতা মতিউর শেখের মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা ছিল। এজন্য তারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে এসে ওই নেতার পরিবারের লোকজনদের সাথে দেখা করেন। সাংসদ বলেন, এই ঘটনা খুব লজ্জাজনক। তিনি জেলা পুলিশ সুপারকে বলেছেন, ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে। অন্যদিকে তাপস সাহা বলেন, যারা এই খুনের ঘটনার পিছনে আছে তারা গত বিধানসভা নির্বাচনে তাকে হারানোর জন্য সিপিএম এবং বিজেপিকে সাহায্য করেছিল। এরপর তারা বারবার থানারপাড়া থানার পুলিশকে ওই ঘটনা কথা জানিয়েছিলেন। এমনকি দলকেও জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা না হওয়াতে আজ ওই ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষ করে করিমপুরের উদ্দেশ্যে রওনা দিলে শববাহী গাড়ির সঙ্গে সঙ্গে বিধায়ক ও সাংসদ করিমপুরের উদ্দেশ্য রওনা দেন।