Reported By : News Desk
২৯ শে নভেম্বর, মঙ্গলবার, বিজেপির বিরুদ্ধে পথে নামল মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার এক মহামিছিলের ডাক দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেই মতো এদিন বহরমপুর শহরের পথে মিছিলে অংশ নেন জেলার সব স্তরের নেতা কর্মীরা এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। স্থানীয় ওয়াই এম এ ময়দানে যায় মিছিলটি। আর সেখানেই করা হয় সভা। তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, বিজেপি সরকারের বিরুদ্ধে যুব সম্প্রদায় একজোট হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দামও বাড়ছে, অন্যদিকে বাড়ছে বেকারত্ব। তাই এই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। এই আন্দোলন চলবে লাগাতার।