চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও বহরমপুর নিবেদিতা হেলথ কেয়ারের সহযোগীতায় বিনামূল্য চিকিৎসা পরিষেবা শিবির অনুষ্ঠিত হল জলঙ্গি পথের সাথিতে।
এদিন জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের পাঁচ অঞ্চলের সাধারণ অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার উন্নতমানের ডাক্তারদের উপস্থিতি ছিল এই বিনামূল্য চিকিৎসা পরিষেবা শিবিরে।
এদিন বাচ্চা থেকে শুরু করে মহিলা ও পুরুষ, সকলেই ডাক্তার দেখাতে ভিড় করেন। জলঙ্গী ব্লক পিছিয়ে পড়া এলাকা । সেখানের মানুষের উন্নতমানের চিকিৎসা করার সুযোগ হয়ে উঠেনা। নিবেদিতা ও পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ।
এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম, নিবেদিতা হসপিটালের ওনার সন্তু সরকার, ব্লক ও অঞ্চল তৃণমুল নেতৃত্ব গণ।