REPORTED BY:- BINOY ROY
উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী মুর্শিদাবাদের
সূর্যানী মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৪৯২। সে বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী। খাগড়া ইন্দ্রপ্রস্থ অমর চক্রবর্তী রোড এলাকায় বাড়ি সূর্যানীর।সূর্যানী জানিয়েছেন, তিনি আসা করতে পারেননি এত ভালো রেজাল্ট হবে। তবে ফলাফল ভালো হবে সেটা সূর্যানী সহ পরিবারের লোকজন আশা করেছিল। সারাদিনে পড়াশোনার কোন টাইম তার ছিল না। সময় পেলেই পড়তে বসতো। নাচে পারদর্শী ছিল সূর্যানী। ভবিষ্যতে সে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চায়। তবে কেমিস্ট্রি তার পড়তে ভালো লাগে। সুরয়ানির রেজাল্টে খুশি পরিবারের লোকজন। তাকে পড়াশোনায় সাহায্য করেছে পরিবারের সদস্য সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।