দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী পালন – G Tv { Go Fast Go Together)
দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী পালন

দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী পালন

আজ ২রা অক্টোবর৷ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫২তম জন্ম বার্ষিকী৷ ভারত মাতার সন্তান হলেও তাঁর অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ দর্শনের জন্য গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন এই মহান পুরুষ৷ আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী পালন করা হল পৌরসভা অঙ্গনে। এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস সহ পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, ১৮৬৯ সালের এই দিনে গুজরাটের পোরবন্দরে জন্ম গ্রহণ করেন অহিংস নীতির প্রতিমূর্তি মহাত্মা গান্ধী৷ ভক্তরা ‘মহাত্মা’ এবং ‘বাপু’ এই দুই নামে ডাকতেন গান্ধীজিকে৷ তবে সরকারিভাবে তাঁকে ‘জাতির জনক’ খেতাব প্রদান করা হয়৷ তাঁর জন্ম দিন হিসেবে প্রতি বছর আজকের দিনে ভারতবাসী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গান্ধী জয়ন্তী’ পালন করে৷ সরকারিভাবে দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়৷ সারাবিশ্বে দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button