দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালন – G Tv { Go Fast Go Together)
দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালন

দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালন

 

রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্ম, জৈন ধর্ম ও শিখ সম্প্রদায়ের মধ্যে পালন করা হয়। ইসলাম ধর্মের অনেক ভাই-বোন এই উৎসব পালন করে থাকে। রাখি কেবলমাত্র একটি সূতো নয়। রাখি পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে। অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পরার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। তাই আজ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হল পৌরসভার সদর দরজায়। এদিন পথ চলতি মানুষদের মুখে মাস্ক পরানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলর বিপ্লব মাহাতা, বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট চিকিৎসক এন. আলম, ইসলামপুর গ্রাম ষোল আনার মোড়ল সেখ সর্দার আলী সহ আরো অনেকে। পাশাপাশি এদিন পৌরসভায় খোদ প্রশাসক পীযূষ পাণ্ডে ট্রাফিক ওসি প্রশান্ত সিকদার, মির্জা সৌকত আলী, মানিক মুখার্জী, বিপ্লব মাহাতার হাতে রাখি পরিয়ে আজকের দিনটি পালন করেন।

Leave a Reply

Translate »
Call Now Button