বাড়ীর দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যাক্তির এবং আহত এক – G Tv { Go Fast Go Together)
বাড়ীর দেওয়াল চাপা পড়ে মৃত্যু  হয় এক ব্যাক্তির এবং আহত এক

বাড়ীর দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যাক্তির এবং আহত এক

মৃত ব্যক্তির নাম কুদরত মন্ডল (৫৫ বছর) ঘটনাটি ঘটেছে সাগরদীঘির মোরগ্রামের ডুমাইপুর গ্রামে।ঘটনাসুত্রে জানা যায় মৃত কুদরত মন্ডল স্বস্ত্রীক একটা চালা ঘরে বসবাস করত।ঐ চালা ঘরের মাটির দেওয়াল ছিল। আজ ভোর বেলা থেকেই প্রচন্ড বৃষ্টি শুরু হয় সাগরদীঘি এলাকায়।ফলে কুদরত মন্ডল এবং তাঁর স্ত্রী ঘরের মধ্যেই ছিল।আনুমানিক সকাল ন’টার সময় দেওয়াল পড়ার শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে এবং তাঁদেরকে উদ্ধার করে কুদরত মন্ডলকে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।অপরদিকে কুদরতের স্ত্রী ফুলেরা বিবিকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হলে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় মোরগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button