Reported By দিব্যেন্দু গোস্বামী
বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর অঞ্চলের গোড়াই ঝড়া গ্রামের ডাঙ্গাল পাড়ায় বর্তমান করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের এলাকার মধ্যেই মহরম পালন করা হলো। এদিন তারা স্থানীয় একটি ফাঁকা মাঠে ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে মহরম পালন করেন।