বীরভূম জেলার সেচ্ছাসেবী সংস্থা রক্ত বন্ধুর পক্ষ থেকে রামপুরহাটে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয় – G Tv { Go Fast Go Together)
বীরভূম জেলার সেচ্ছাসেবী সংস্থা রক্ত বন্ধুর পক্ষ থেকে রামপুরহাটে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়

বীরভূম জেলার সেচ্ছাসেবী সংস্থা রক্ত বন্ধুর পক্ষ থেকে রামপুরহাটে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়

রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কের রক্ত সংকট এবং শতাধিক থ‍্যালেসেমীয়া রুগীদের কথা মাথায় রেখে আজ রামপুরহাট নিশ্চিতপুরের একটা বেসরকারী অনুষ্ঠান ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত বন্ধুর সেচ্ছাসেবকরা গোটা বছর সাধারণ মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে এসে হাসপাতালে গিয়ে রক্তদান করে আসেন, কিন্তু এখন করোনার ভাক্সিনের জন্য রক্তদাতার সংখ্যা কিছুটা ঘাটতি পরেছে, তাই এই ঘাটতি মেটাতেই আজকের এই রক্তদান শিবির বলে সংস্থার পক্ষ থেকে আমাদের কে জানানো হয়। আজকের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলাদের অংশগ্রহণ ছিলো চোখে পরার মতো। এই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য একশ জনের বেশি মানুষ লাইন দেন কিন্তু সংস্থার পক্ষ থেকে আমাদের জানান হয় কোভিড বিধি মেনে আমরা ৬০ জনেরই রক্ত সংগ্রহ করব। তবে আজকের রক্ত বন্ধুর রক্তদান শিবির নিয়ে সংস্থার সদস্য পার্থ প্রতিম গুহ আমাদের বলেন।

Leave a Reply

Translate »
Call Now Button