সংগীত কর্মশালা দুবরাজপুরে – G Tv { Go Fast Go Together)
সংগীত কর্মশালা দুবরাজপুরে

সংগীত কর্মশালা দুবরাজপুরে

গ্রামগঞ্জের সঙ্গীত শিল্পীদের উৎকৃষ্টমানের প্রশিক্ষণ দিতে বেহালা নৃত্যাঞ্জলি এবং বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্টের পরিচালনায় ও রেওয়াজ ভবনের সহযোগিতায় আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে সংগীত কর্মশালার আয়োজন করা হয়। এই সঙ্গীত কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভোকাল মিউজিকের বিভাগীয় প্রধান কঙ্কনা মিত্র, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিপ্লব মুখার্জী, এই অনুষ্ঠানের উদ্যোক্তা রবিশঙ্কর ভট্টাচার্য, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বিশিষ্ট কীর্তন শিল্পী শুভেন্দু ব্যানার্জী, নারায়ণ কর্মকার সহ আরো অনেকে। এদিন এই অনুষ্ঠানে জেলার বাইরে থেকেও বহু সঙ্গীত শিল্পী যোগ দেন। দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে জানান, এরকম একটি সঙ্গীত কর্মশালার আয়োজনে এসে খুব ভালো লাগছে। এই কর্মশালার মাধ্যমে অনেক কিছু শেখা যাবে। কর্মশালা মানে মতের আদান প্রদান বা কিছু দেওয়া নেওয়া। অন্যদিকে বেহালা নৃত্যানঞ্জলি গ্রুপের কর্ণধার রবিশঙ্কর ভট্টাচার্য জানান, আমার মনে হয় বীরভূম জেলার দুবরাজপুর শহরে প্রথম সংগীত নিয়ে কর্মশালা হল। সংগীত শিল্পীরা এই কর্মশালার মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করতে পারে তার জন্যই আয়োজন। তিনি আরও জানান, পুজোর পরে এখানে সংগীত শেখার স্কুল খোলা হবে।

Leave a Reply

Translate »
Call Now Button