শিক্ষক দিবসে d.el.ed ঐক্য মঞ্চের বিক্ষোভ কর্মসূচি বহরমপুরে

শিক্ষক দিবসে d.el.ed ঐক্য মঞ্চের বিক্ষোভ কর্মসূচি বহরমপুরে

 

আজ শিক্ষক দিবস ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আর এই দিনেই d.el.ed ঐক্যমঞ্চ পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হলো বহরমপুরে তাদের দাবি কুড়ি হাজার শিক্ষকের মধ্যে 16000 নিয়োগ অথচ ধাপে ধাপে নিয়োগ করার কথা বলা হলেও এখনো বঞ্চিত আছেন d.el.ed প্রশিক্ষিত যুবক-যুবতীরা তাই আজ তারা শিক্ষক দিবসে এই দিন কে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে করজোড়ে নিবেদন করে জানাচ্ছেন অতি শীঘ্র যাতে তাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়।

Leave a Reply

error: Content is protected !!