মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভার নির্বাচন নিয়ে জেলাশাসকের সাংবাদিক বৈঠক বহরমপুরে – G Tv { Go Fast Go Together)
মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভার নির্বাচন নিয়ে জেলাশাসকের সাংবাদিক বৈঠক বহরমপুরে

মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভার নির্বাচন নিয়ে জেলাশাসকের সাংবাদিক বৈঠক বহরমপুরে

 

আগামী ৩০ শে সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভার নির্বাচন নিয়ে জেলাশাসকের সাংবাদিক বৈঠক বহরমপুরে। রবিবার মুর্শিদাবাদ জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী বহরমপুর প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ৫৬- সামসেরগঞ্জ ও ৫৮ -জঙ্গীপুর বিধানসভার নির্বাচন হবে আগামী ৩০ শে সেপ্টেম্বর। দুটি কেন্দ্রের মধ্যে সামসেরগঞ্জে মোট ভোটার ২,৩৭,৭৫০জন, ও জঙ্গীপুরে মোট ভোটার ২,২৫,৯৯৮ জন। দুটি কেন্দ্রের সামসেরগঞ্জে মোট পোলিং স্টেশন ২৩১ টি এবং জঙ্গীপুরে ২৫৯ টি। এই কেন্দ্র দুটিতে নতুন করে কোন নমিনেশন পত্র আর জমা দেওয়া যাবে না। আগের নমিনেশন পত্রেই ভোট হবে। পাশাপাশি কোভিড বিধি মাথায় রেখে ইনডোর প্রচারের ক্ষেত্রে ৩০% কর্মী নিয়ে ও সর্বাধিক ২০০ জনের বেশি লোক নিয়ে প্রচার করা যাবে না। আউটডোর প্রচারের ক্ষেত্রে ৫০% কর্মী বা সর্বাধিক ১০০০ জনের বেশি লোক নিয়ে প্রচার করা যাবে না। তারকা প্রচারের জন্য সংগঠিত পার্টির ক্ষেত্রে ২০জন ও অসংগঠিত পার্টির ক্ষেত্রে ১০ জন তারকা প্রচারক আসতে পারবেন। কোন রোড শো বা র‍্যালী করা যাবে না। পথসভায় ৫০ জন কর্মী নিয়ে প্রচার করা যাবে। ডোর টু ডোর প্রচারের ক্ষেত্রে ৫ জন প্রচারে যেতে পারবেন। সর্বাধিক ৫০ জন কর্মী নিয়ে ভিডিও ভ্যানে প্রচার করা যাবে। সর্বাধিক ২০ টি গাড়ি নিয়ে প্রচার করা যেতে পারে তবে তাতে লোক সংখ্যা ৫০% এর বেশি হবে না। ভোটের দিন সর্বাধিক ২ টি গাড়ি ও প্রতি গাড়িতে ৩ জনের বেশি ঘোরা যাবে না। গোটা জেলা জুড়ে নির্বাচন বিধি লাঘু করা হয়েছে। এদিনের মিটিং এ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক ছাড়াও অতিরিক্ত জেলা শাসক সিরাজ ধ্যানেশ্বর (সাধারণ), মুর্শিদাবাদ পুলিশ সুপার কে শবরী রাজকুমার ও জঙ্গীপুর পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ অন্যান্য আধিকারিকগন।

Leave a Reply

Translate »
Call Now Button