Reported By : তুষার কান্তি খাঁ
১৭ ই ডিসেম্বর, শনিবার, বহরমপুর “সূর্যসেনা পরিবার” কর্তৃক আয়োজিত ৩০ তম মুর্শিদাবাদ জেলা শিশু বইমেলার উদ্বোধন হল কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে। পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার শুভ উদ্বোধন করেন সূর্যসেনার শিশুরা। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সূর্যসেনা’ পরিবারের সম্পাদক নির্মল সরকার, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডঃ উৎপল সিনহা চৌধুরী, সঙ্গীতজ্ঞ অমৃত গুপ্ত সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর সভাপতিত্ব করেন অদিতি কুমার ধাওয়া। ১৭ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত চলা এই বইমেলায় প্রবন্ধ, নাচ, গান, কবিতা , চিঠি লেখা, গল্প লেখা প্রভৃতি শাখায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে জানান বইমেলা কর্তৃপক্ষ। উক্ত বইমেলায় ১৪ টি ষ্টল রয়েছে। নাচ ,গান, আবৃত্তি, কবিতা, আলোচনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে উঠবে বলে জানান আয়োজকেরা।
