“ডেঙ্গু” আগাম সতর্কতা অবলম্বন করতে সোমবার বহরমপুর পৌরসভায় ডেপুটেশন – G Tv { Go Fast Go Together)
“ডেঙ্গু” আগাম সতর্কতা অবলম্বন করতে সোমবার বহরমপুর পৌরসভায় ডেপুটেশন

“ডেঙ্গু” আগাম সতর্কতা অবলম্বন করতে সোমবার বহরমপুর পৌরসভায় ডেপুটেশন

Reported By:- Binoy Roy

১৭ ই অক্টোবর, সোমবার, মুর্শিদাবাদের লালগোলা সহ একাধিক ব্লকে ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে ডেঙ্গু। পিছিয়ে নেই সদর শহর বহরমপুরও। যদিও সরকারি তরফ থেকে ডেঙ্গু আক্রান্তের বা মৃতের সংখ্যা সঠিক ভাবে জানানো হচ্ছেনা বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে বহরমপুর পৌরসভায় ডেপুটেশন দেওয়া হ’ল SUCI (C) বহরমপুর লোকাল কমিটির পক্ষ থেকে। SUCI সূত্রে জানা যায় যে, বহরমপুর শহরের খাগড়া, সৈদাবাদ, গোরাবাজার সহ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আজ মহামারীর আকার ধারণ করেছে। কারণ, শহরের নর্দমা গুলো ভীষণ ভাবে অপরিচ্ছন্ন এবং পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তার ধারে স্তুপাকারে পড়ে রয়েছে আবর্জনা। যার কারণে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আরও জানা যাচ্ছে যে, মৃত্যুর পর রোগীর ব্লাড রিপোর্ট দেওয়া হচ্ছেনা। এককথায় বর্তমান পরিস্থিতিতে যে যুদ্ধকালীন তৎপরতার সাথে সচেতনতা বা সরকারি নির্দেশ অনুসারে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন; শহরবাসীকে সেই পরিষেবা দিতে ব্যার্থ হচ্ছে পৌরসভা। SUCI এর এমনটাই অভিযোগ বলে জানা যায়।

Leave a Reply

Translate »