পরীক্ষার্থীদের সুবিধার্তে চালু হল রিয়েল টাইম অ্যাপ পর্ষদের পক্ষ থেকে – G Tv { Go Fast Go Together)
পরীক্ষার্থীদের সুবিধার্তে চালু হল রিয়েল টাইম অ্যাপ পর্ষদের পক্ষ থেকে

পরীক্ষার্থীদের সুবিধার্তে চালু হল রিয়েল টাইম অ্যাপ পর্ষদের পক্ষ থেকে

Reported By:- News Desk

শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবছর মুর্শিদাবাদ জেলায় ১৩৬ পরীক্ষা কেন্দ্রে ১২৬ টি সেন্টার ও ১০ টি সাব সেন্টার হয়েছে। পরীক্ষা দিচ্ছে ৫৮,৮৫৯ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি কেউ পাকাপাকি ভাবে কেউ আবার পরীক্ষার দিনগুলির জন্য লাগিয়েছেন। ৩ টি করে সিসিটিভি লাগানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা এবং পরীক্ষকরাও মোবাইল নিয়ে যেতে পারবে না কেন্দ্রে। প্রশাসন, পুলিশ পরিবহন, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। সেন্টার সেক্রেটারি, সেন্টার অফিসার ইনচার্জ, ভেনু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার কেবলমাত্র এই চারজনের কাছে মোবাইল থাকবে। পর্ষদের পক্ষ থেকে ‘রিয়েল টাইম’ অ্যাপ চালু করা হলো যা থাকবে ভেনু সুপারভাইজারের কাছে। তাতে সমস্ত খবরা খবর সময় মত পাবে পর্ষদ। কখন প্রশ্নপত্র দেওয়া হল, কোন বিপদ হল কিনা, প্রশ্নপত্রের ক্ষেত্রে কোন সমস্যা হলো কিনা এরূপ নানান রকম সমস্যা সময় মত পাওয়ার জন্যই এই অ্যাপ চালু করা হলো। পূর্বের বিভিন্ন রকম সমস্যা কে নজর রেখে এই অ্যাপ চালুর সিদ্ধান্ত নিল পর্ষদ। এমনকি পর্ষদের তরফে জেলা স্তরের একটি মনিটরিং টিম তৈরি করা হয়েছিল। যারা প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করে খবর পাঠিয়েছে পর্ষদ কে যে কেন্দ্রগুলিতে বিদ্যুৎ, জলপরিসেবা, শৌচাগার, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা সে বিষয়টা নজর রাখা হয়েছে।

Leave a Reply

Translate »
Call Now Button