ভুল চিকিৎসার অভিযোগ উঠল এক কোয়াক ডাক্তারের বিরুদ্ধে – G Tv { Go Fast Go Together)
ভুল চিকিৎসার অভিযোগ উঠল এক কোয়াক ডাক্তারের বিরুদ্ধে

ভুল চিকিৎসার অভিযোগ উঠল এক কোয়াক ডাক্তারের বিরুদ্ধে

২৫ শে অক্টোবর, মঙ্গলবার, ডোমকল হাসপাতালে এসে এক রোগী পেটে যন্ত্রনার ইনজেকশনে হাত ফুলে অসুস্থ হওয়ায় কোয়াক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলল। অসুস্থ ওই রোগী কোহিনুর বিবি ডোমকলের সাহাদিয়াড় এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত ১৫ ই অক্টোবর পার্শ্ববর্তী এলাকা আমিনাবাদের এক কোয়াক ডাক্তারের কাছে ওই মহিলা পেটের যন্ত্রনা নিয়ে যায়। তখন ওই কোয়াক ডাক্তার ঔষধে কাজ হবে না বলে একটি ইনজেকশন দেন হাতে। তারপর সেখান থেকে চলে এলে রাতেই ওই রোগীর হাতে অসহ্য যন্ত্রনা শুরু হয়। হাত ফুলে যাওয়ায় আবার তার কাছে গেলে কিছু ঔষধ দেয়। পাঁচদিন গড়িয়ে গেলে হাত ফোলা না কমলে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে এলে চিকিৎসক বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল হাতে চালানো হয় অস্ত্রপ্রচার। আজ অর্থাৎ মঙ্গলবার ডোমকল হাসপাতালে ড্রেসিং করাতে এসে কোয়াক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন ওই রোগী। অভিযুক্ত ওই কোয়াক ডাক্তারের নাম টেম্পু মন্ডল। যদিও ১০০০ টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার কথা বললে তাতে রাজী হননি রোগীর পরিবার। তবে এ বিষয়ে অভিযুক্ত কোয়াক ডাক্তারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Translate »