পেট্রোলের মূল্যবৃদ্ধি হতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে – G Tv { Go Fast Go Together)
পেট্রোলের মূল্যবৃদ্ধি হতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে

পেট্রোলের মূল্যবৃদ্ধি হতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে

দেশজুড়ে বৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের দাম পেট্রোলের দাম পৌঁছে গেল 1 লিটার 100 টাকা 39 পয়সা এইভাবে পেট্রোলের দাম বাড়লে সাধারণ মানুষের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়বে বলে জানাচ্ছেন দু চাকা এবং চারচাকা চালকেরা পেট্রোল পাম্পের মালিক জানালেন পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে ঠিকই তবে তাদের কমিশনে কোন বুদ্ধি নেই এবং লকডাউনে ডিজেলের অনেকটাই কমে গেছে বলে তিনি জানান সেইসঙ্গে পেট্রোলের বিক্রয় অনেকটাই কম। পাম্পে পেট্রোল নিতে এসে দু চাকা চালকরা জানালেন যারা এই পেট্রোলের দাম বৃদ্ধি করছে তাদের নিজের পয়সায় তেল কিনতে হয় না তাই হয়তো তারা বুঝতে চাইছেন না আবার কেউ কেউ বলছেন ইন্সটলমেন্টে গাড়ির লোন দিতে হচ্ছে তারপরে আবার পেট্রোলের দাম বৃদ্ধি কি করে যে সবকিছু মানি নিয়ে যাবে সেটাই বুঝে উঠতে পারছেন না তবে এই ভাবেই পেট্রোলের দাম বাড়তে থাকলে যারা গাড়ির সঙ্গে যুক্ত রুটির সঙ্গে চলেন তাদের চিন্তার বিষয় আবার কেউ বলছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কে এই বিষয়টি গুরুত্বসহকারে দেখে সঠিকভাবে দাম নিয়ন্ত্রণ করা হোক এইরকমই আজ পাওয়া গেল বহরমপুর পেট্রোল পাম্প থেকে।

Leave a Reply

Translate »
Call Now Button