বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি – G Tv { Go Fast Go Together)
বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি

বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি

Reported By:- Binoy Roy

বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি। সোমবার দুপুরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে উপস্থিত হন ডি ওয়াই এফ আই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি জানিয়েছেন গত ১৩ই ফেব্রুয়ারি সিপিএমের পলিব্রুরের সদস্য মহম্মদ সেলিমের নেতৃত্বে বহরমপুরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বামপন্থী কর্মীরা। এদিন আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে বামপন্থী কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতির রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরেই পুলিশ ১৫ জন বামপন্থী কর্মীকে গ্রেপ্তার করে জেলবন্দি করে। ১৩ দিন অতিক্রম করে গেলেও এখন পর্যন্ত বামপন্থী কর্মীদেরকে জামিন দেওয়া হয়নি। তাই ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী আজ বহরমপুর সেন্ট্রাল জেলে এসে জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করেন। এদিন তিনি আরো বলেন জেলে বন্দি করে তাদেরকে দমানো যাবে না। রাজ্যে কোথাও অন্যায় অবিচার হলে তার প্রতিবাদ বামপন্থীরা করবে। তাতে যদি কর্মীদের জেলে থাকতে হয়, তাতেও তারা রাজি আছে। এই সরকারের কাছে তারা কোন মতেই মাথা নত করতে রাজি নয়।

Leave a Reply

Translate »