মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর - G Tv { Go Fast Go Together)
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর

Reported By: Masud Rana

YouTube Link: https://youtu.be/uqfK6XlqU1g

এক মানসিক ভারসাম্য পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী এক ব্যাক্তির বিরুদ্ধে। মৃত ঐ যুবকের নাম রোবসানোল ইসলাম ওরফে পলাশ (৩০)। শুক্রবার সকালে ঐ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুর পুরাতন পাড়া। এলাকায়। জানাযায় গত 5/9/2022 রাতের দিকে রাস্তায় বেড়াতে বেড়াতে প্রতিবেশীর একটি গরুর বাধা থাকার দড়ি খুলে দেই। তাতেই হল কাল। বুঝতে পেরেই সেই রাতে ঐ মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে শুরু হয় মারধর। এমনিই অভিযোগ পরিবারের। তাতে আহত হয়ে পড়লে খবর পায় ঐ যুবকের বাড়ির লোকজন। বাড়ির লোকজন খবর পেয়েই ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর মোটামুটি সুস্থ হলে চিকিৎসক তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেই। ঘটনার শেষ এখানেই নয়। বাড়ির লোকজন স্থানীয় ডোমকল পুরসভার প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হককে বিষয়টি জানানো হয়। কিন্তু সেরকম প্রতিক্রিয়া মেলেনি। হাসপাতাল থেকে ঐ যুবক বাড়ি ফিরে গতকাল রাতে ফের অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন ফের তাকে তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। পাঠানো হয় ময়নাতদন্তে। উক্ত ঘটনার অভিযোগ উঠে প্রতিবেশী মাফিকুল মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর বাড়ি ছেড়ে বেপাত্তা অভিযুক্ত মাফিকুল মন্ডল। অভিযুক্ত মাফিকুল মন্ডলের মা সোহাগ বেওয়া যদিও বিদ্যুতের খুঁটিতে বেধে রাখার কথা স্বীকার করলেও মারধরের কথা অস্বীকার করেন তিনি। ঘটনার পর ডোমকল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন। পুরো ঘটনা খতিয়ে দিখছে ডোমকল থানার পুলিশ।

Leave a Reply

Translate »