সাতসকালে বাথরুমে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত এক শিশু

সাতসকালে বাথরুমে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত এক শিশু

বীরভূমের কোমা গ্রাম পঞ্চায়েতের ডোম পাড়ায় সোমবার সাতসকালে বাথরুমের দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন বছর সাতের রাজ অঙ্কুর নামে এক শিশু। ওই আহত শিশুকে বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

জানা গিয়েছে, এদিন সকালে ওই শিশু সরকারি প্রকল্পের বাথরুমে যায় প্রাতঃকর্ম সারতে। সেই সময় ওই বাথরুমের পাশে থাকা একটি মাটির দেওয়াল বাথরুমের দেওয়ালের উপর ভেঙ্গে পড়ে। বাথরুমের দেওয়ালের উপর মাটির দেওয়াল ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে বাথরুমের দেওয়ালটিও ভেঙ্গে পড়ে। আর সেই দেওয়ালেই চাপা পড়ে যায় ওই শিশু।

ঘটনার পর ওই শিশুটিকে উদ্ধার করতে আসছে পরিবারের সদস্যরা এবং প্রতিবেশিরা। ইতিমধ্যে উদ্ধারের সময় আরও এক মহিলা দেওয়াল চাপা পড়লে অল্পবিস্তর আহত হন। বর্তমানে ওই শিশুকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

Leave a Reply

error: Content is protected !!