১৩ ফেব্রুয়ারি ডোমকল থানায় একটি রক্তদান শিবির – G Tv { Go Fast Go Together)
১৩ ফেব্রুয়ারি ডোমকল থানায় একটি রক্তদান শিবির

১৩ ফেব্রুয়ারি ডোমকল থানায় একটি রক্তদান শিবির

Reported By:- Masud Rana

গ্রীষ্মকাল এলেই রাজ্যের বিভিন্ন সময় রক্তের সংকট। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গেলেই একটাই উত্তর – ‘রক্ত নাই’ । রক্তের সংকট মেটাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘স্বেচ্ছায় রক্তদান’ শিবির অনুষ্ঠিত হয় । এবার এগিয়ে এল ডোমকল থানার পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আর এক প্রকল্প ‘উৎসর্গ’ এর অধীনে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার উদ্যোগে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ডোমকল থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং এলাকার সাধারণ মানুষ এই শিবিরে রক্তদান করেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা শাসক শ্রী সুমিত কুমার রায়( IAS) ডোমকল এসডিপিও শুভম বাজাজ( IPS,) ডোমকল মহকুমা খাদ্য নিয়ম মোহাম্মদ মুসির আহমেদ আইসি ডোমকল পার্থ সারথি মজুমদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং স্থানীয় কয়েকজন বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাস । সহ হাজিকুল ইসলাম। ডোমকল থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডোমকল মহাকুমা শাসক শ্রী সুমিত কুমার রায় ধীরে ধীরে পুলিশ যেভাবে সমাজবন্ধু হয়ে উঠছে সেটা খুবই প্রশংসনীয়। নিজেদের দায়িত্ব পালন করে এই রক্তদান শিবিরের আয়োজন করে তারা সমাজের প্রতি যেভাবে নিজেদের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিলেন তাতে এসডিপিওর প্রতিক্রিয়া,আমি আমার বাহিনীর সদস্যদের জন্য গর্বিত। এভাবেই আমরা মানুষের পাশে থাকতে চাই।।

Leave a Reply

Translate »
Call Now Button