পুজোর ভোগের কথা বলতে গিয়ে সুব্রতবাবু বলেন, কালী পুজোর দিন খিচুড়ি ভোগ, কাতলা মাছ, পায়েস, মালপোয়া যোগে মাকে ভোগ নিবেদন করা হয়। পরবর্তীতে তা ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আজও এই পুজোয় বলি প্রথার প্রচলন আছে। শুধুমাত্র কালীপুজোর দিন নয় বছরের অন্যান্য দিনগুলিতেও পঞ্চব্যঞ্জনে মাকে ভোগ দেওয়া হয়।