উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সভাপতি মহিত সেন গুপ্ত জানান, গত ৯ বছর ধরে নির্বাচন হয়না। তার কারণ জানা নেই। তৃণমূল সর্বত্র চুরি করেছে, এমনকি পঞ্চায়েত ভোটেও ব্যাপক চুরি করেছে তৃণমূল। সঠিক পথে নির্বাচন হলে বাম কংগ্রেস জোটই জিতবে। মাদ্রাসায় প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী আছে, কিন্তু পড়াশুনা হয় মাত্র ১২/১৩ জন শিক্ষক দিয়ে। ক্লাসরুম নেই, মাদ্রাসার পরিকাঠামো অনুন্নত। এমনকি তিনি এও বলেন, আমরা ১০০ শতাংশ আশাবাদী আমাদের জয় নিশ্চিত, কারণ মানুষ ভরসা করেনা তৃণমূল সরকারের ওপর।