সিনিয়র মাদ্রাসা পরিচলন সমিতির নির্বাচনে নমিনেশন পত্র জমা তৃণমূলের – G Tv { Go Fast Go Together)
সিনিয়র মাদ্রাসা পরিচলন সমিতির নির্বাচনে নমিনেশন পত্র জমা তৃণমূলের

সিনিয়র মাদ্রাসা পরিচলন সমিতির নির্বাচনে নমিনেশন পত্র জমা তৃণমূলের

Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৮ ই ডিসেম্বর, সোমবার, সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করা হয় সোমবার। জানা গেছে আগামী ৩১শে ডিসেম্বর করণদিঘী ব্লকের কান্তিরপা পা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে, সে উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী নমিনেশন জমা করেন। উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা, সহ সভাপতি শ্যামলাল মাহাতো সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, মাদ্রাসা স্কুলে নমিনেশন সাবমিশনের কাজ শেষ।

এই মাদ্রাসা স্কুলটি পিছিয়ে পড়া, এখানে প্রায় ৪৬০০ ছাত্রছাত্রী রয়েছে। মাননীয়ার উদ্যোগে এখানে পুনরায় শিক্ষক দেওয়া হবে। এবং আরও যা সমস্যা রয়েছে সব জেলা পরিষদ থেকে মেটানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমাদের প্রচারে যাওয়ার দরকার নেই মাননীয়ার প্রকল্পের সুবিধা পাচ্ছে উত্তর দিনাজপুরবাসী। কৃষকবন্ধু থেকে সবুজসাথীতে উপকৃত হয়েছে মানুষ। মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম বলেন, সরকার কান্তিরপা সিনিয়র মাদ্রাসার জন্য শিক্ষক নিয়োগ করলেও বামকংগ্রেস জোট এখানে শিক্ষকদের আসতে দেয়নি। তৃণমূল সরকার এই ক্ষতি পূরণ করবে। মিডডেমিল থেকে সব উন্নয়নমূলক কাজের অনুমোদন করা হয়েছে, বাস্তবায়নের অপেক্ষা। আমরা আশাবাদী সবুজ ঝড় উঠবে।

Leave a Reply

Translate »