আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সী, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেত্রী মৌবনী সরকার, সোনালী চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক কুনাল শাহ, গীতিকার অভিজিৎ পাল, কোলকাতা জার্নালিস্টস ক্লাব-এর সম্পাদক ইমনকল্যাণ সেন, সাংবাদিক ঋত্বিক মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।