কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আকাশ প্রদীপ’,’প্রতিভার অন্বেষণে’ এবং ‘যদি পারি সাজাতে’ ত্রয়ীর আত্মপ্রকাশ.
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আকাশে বাতাসে তারই গন্ধ বলে দিচ্ছে পুজো এসে পড়েছে , আর দুর্গাপূজা মানেই আনন্দ, হুইহুল্লোর আর বেশ কিছু নতুন সৃষ্টি। আর এই রকমই সাহিত্যপ্রেমী বাঙালির কাছে নতুন ভাবে ত্রয়ী আত্মপ্রকাশ।
এক ঝাঁক নক্ষত্র খচিত তারকাদের নিয়ে কলকাতা প্রেস ক্লাবের পুজোর নতুন সম্ভার এর “আকাশ প্রদীপ” “প্রতিভার অন্বেষণে” ও “যদি পারি সাজাতে” বইয়ের প্রকাশ করল। রবিবারই এই বই প্রকাশ করা হলো কলকাতা প্রেস ক্লাবে। আকাশ প্রদীপ এক বহুল প্রচলিত একটি পত্রিকা ।
ওই দিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ সিনহা রয়, তাছাড়া সেখানে ছিলেন সারা বাংলা আতসবাজি চেয়ারম্যান বাবলা রায়, শাশ্বতী দে , কমল ব্যানার্জী, নিশিধ সিংহ রায় সহ প্রমুখ