খোলা হাওয়া শারদ সংখ্যা ১৪২৮ কবিতা – মনোতোষ আচার্য September 28, 2021September 28, 2021 gtvnews আনন্দের পুষ্পবনে এ পৃথিবী আত্মগত বোধির বোধনে নৃত্যরত নিজেকে হারাই বারবার জ্যোৎস্নাভেজা সোঁদা রাস্তায় মাঝে মাঝে জ্বলে ওঠা দীপের আলোয় দেখি চরাচর যাপন জারণে দীর্ণ খণ্ড খণ্ড কাল মিশে যায় মহাস্রোতে ... ক্ষুদ্রতা ও তুচ্ছতার স্খলিত জীবন যবনিকা থেমে আছে পঞ্চভূতে যে বাঁশির আধ-বাজা সুর যে বাতির অর্ধ-জ্বলন স্তিমিত গতির কাছে না বলা বানীর উপচার প্রকাশ বাসনা যত শব্দ-ধ্বনি সুষমার দুর্মর আশায় থরে থরে সাজাই আর আনমনে গেয়ে উঠি গান এ মর সংসার ধূলিময়... জঞ্জালের স্তুপ এরই মাঝে আনন্দের পুষ্পবনে শান্তি আবাহন নিজেকে খোঁজার ছলে করি লুকোচুরি ... Share Facebook Twitter Pinterest Linkedin