কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার কৃষ্ণনাথ কলেজ স্কুল এর শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মিবৃন্দ উদ্যোগে – G Tv { Go Fast Go Together)
কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার কৃষ্ণনাথ কলেজ স্কুল এর শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মিবৃন্দ উদ্যোগে

কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার কৃষ্ণনাথ কলেজ স্কুল এর শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মিবৃন্দ উদ্যোগে

বিশ্বব্যাপী অতিমারি করোনার করাল গ্রাসে সারা ভারত বর্ষ সহ আমাদের শহরে বিপর্যস্ত। বিগত দেড় বছর যাবত অতি মারির প্রথম ও দ্বিতীয় ঢেউ এর প্রবল ধাক্কায় আমরা অনেক সহনাগরিক কে হারিয়েছি। বিজ্ঞানীদের মতে করোনার তৃতীয় ঢেউ আসন্ন এবং এই ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই আশঙ্কার কথা মাথায় রেখে পূর্ব প্রস্তুতি হিসেবে কৃষ্ণনাথ কলেজ স্কুল এর শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মিবৃন্দ উদ্যোগ নিয়েছে তাদের সন্তান তুল্য ছাত্র ,তাদের পরিবার এবং বৃহত্তর সমাজকে আগামী ভয়াল পরিস্থিতির হাত থেকে যথাসাধ্য রক্ষা করার। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কৃষ্ণনাথ কলেজ স্কুলের সদস্যরা 2 এবং 3 জুলাই শহরের বিভিন্ন অঞ্চল যেমন গান্ধী কলোনী, আম্বেদকর কলোনি ,গাড়োয়ান পাড়া প্রভৃতি স্থানে গিয়ে কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার এবং তার সাথে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করার জন্য মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ , প্রয়োজনে চিকিৎসায় সহযোগিতা করা এবং জীবনধারণের অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কলেজ স্কুলের এই মহতী উদ্যোগে তার পরিবারের অন্যতম সদস্য হিসেবে প্রাক্তন ছাত্ররাও আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই দুঃসময়ে কৃষ্ণনাথ কলেজ স্কুল ও তার বৃহত্তর পরিবারের সদস্যদের এই আন্তরিক উদ্যোগ আগামী দিনের ছাত্রদের উৎসাহী করে তুলবে এই আশা রাখি। বৃহত্তর কৃষ্ণনাথ কলেজ স্কুল পরিবারের সদস্যরা তাদের বর্তমান ছাত্র, তাদের পরিবার এবং সমাজের পাশে থাকতে দৃঢ় সংকল্পবদ্ধ।

Leave a Reply

Translate »
Call Now Button