গল্প – মৌমিতা ঘোষ – G Tv { Go Fast Go Together)
গল্প –  মৌমিতা ঘোষ

গল্প – মৌমিতা ঘোষ

ভদ্দরলোকের ঝগড়া

ক্লান্তিতে শরীরটা এলিয়ে দিল সোফায় মৌসুমী। এতক্ষণ একটা মাইন্ডফুলনেসের সেশন করাচ্ছিল ও। তার আগে পুরোদিন অফিসের কাজে ব্যস্ত ছিলো।এখন রাত পৌনে নটা। আর শরীর চলছে না। সারাদিন ট্রেনিং নেওয়া মানে সারাদিন কথা বলা। আজ একটি মেয়ের অভিজ্ঞতার  কথা শুনে এখনো মনটা খারাপ। মেয়েটির যখন ছয় বছর বয়স তখন তার নিজের মা তাকে তিনবার খুন করার চেষ্টা করে। আরেকজনের পুরো শৈশব জুড়ে বাবার অত্যাচার। এইসব ট্রমার কথা শেয়ার করাও খানিকটা ট্রমা কাটানো। মৌসুমী চায় ভালোবাসা ছড়াক। চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। সবাই মিলে ভালো থাকুক একার ভালো থাকা যে কোনভাবেই ভালো থাকা নয় সেটা সকলে বুঝুক। তার জন্য নানারকম সেশন করায় ও। কত মেয়েদের যে ফোন আসে!

ফোন বন্ধ করে দিয়েছে এখন মৌসুমী আর ক্ষমতা নেই আজ।

ওর ঘরের সোফার উপর সী গ্রীণ আর নীলের কম্বিনেশনের কভার। দেওয়ালে পা তুলে সোফায় শুয়ে মৌসুমী টিভি চালায়। একটি অনলাইন প্ল্যাটফর্মে কিছু নতুন ছবির ফেস্টিভ্যাল হয়েছিল। তার সবকটিই খুব ভালো। তিনটে দেখা এখনো বাকি।

লিহাফ বলে একটি ছবি দেখতে শুরু করলো ও। ইসমাত চুঘতাই এর গল্প। ভালো নিশ্চয়ই হবে। এক বেগম জানের গল্প লিখেছেন ইসমাত, মেয়েদের অতৃপ্তি, মেয়েদের সেক্সুয়ালিটি নিয়ে যে সময় ইসমাত কথা বলেছেন সে জন্য তার প্রতি শ্রদ্ধা রাখতেই হয়।গল্পটিতে একবার লিহাফের গল্পে যাচ্ছেন পরিচালক, একবার সেটা লেখার জন্য লাহোর কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলার শুনানি দেখাচ্ছেন।

এইসময় বেল বাজে ,উঠে খুলে দেয় মৌসুমী। সুগত ঢোকে ঘোরে। ঢুকেই প্রথম প্রশ্ন, কী দেখছো?

একটা সিনেমা।

কোনমতে হাত মুখ ধুয়ে এসেই,' এটা বদলাও।'

' আমি দেখছি তো। বদলে দেবো কেন?'

' আমি কী করবো তবে?'

' তুমি যা খুশি করো। তুমি যখন সারাদিন টিভি দেখো আমি এসে বদলে দিই?'

' আমি সারাদিন টিভি দেখি?'

'অফ কোর্স।আমি সারাদিন অফিস করে যেই এসে কিছু দেখতে বসি তুমি এসে বলো আমি দেখবো অন্য কিছু।"

' তবে বেশ করি। '

মৌসুমী উত্তর দেয় না। দেখতে থাকে।

'এক্ষুণি পাল্টাবো। দাও আমাকে রিমোটটা তবু অন্য কিছু হলে হতো। কীসব খালা, ফালা বলছে!বাজে স্টোরি।'

মৌসুমী প্রচন্ড রেগে গিয়ে," তুমি জানো,এটা কী গল্প? কার লেখা?"

" না। জানি না।"

" তবে তুমি খারাপ বলো কী করে?এটা ইসমাত চুঘতাই এর গল্প।"

" সেটা কে? জম্মে নাম শুনিনি।ফালতু কীসব দেখছো।"

" তুমি যে WWE দেখো, আমার তো মনে হয় ওটা জানোয়াররা দেখে, তাই বলে কি তুমি দেখো না?"

"আমি এখন কি করবো তবে? তুমি টিভি দেখলে আমি যা করি, সেটাই করো। বই  পড়ো, বন্ধুদের সঙ্গে কথা বলো, নাচো, ল্যাদ খেয়ে শুয়ে থাকো, যা ইচ্ছা।"

" আমার বই পড়ার ধৈর্য্য নেই।এসব খালা ফালা বন্ধ করো।"

" খালা কি গালাগালি?"

হাত থেকে রিমোট নিয়ে বদলে দেয় চ্যানেল সুগত। মৌসুমী রেগে গিয়ে বলে , 'ব্লাডি কমিউনাল, অশিক্ষিত।'

' বেশ করেছি। যা করেছি।'

ছেলে টিউশন থেকে ফেরে ঠিক সেই সময়। তখন মৌসুমী রাগ দেখিয়ে বলে ওঠে 'গরম করে নিবি খাবার। আমি কারো জন্য কিছু বানাতে পারবো না।আমি নিজের জন্য বিরিয়ানি এনে খাবো এখন। কটকট করে বুক করে যেই পেমেন্ট এর আওয়াজ টা হয় ফোনে, সুগত অবাক হয়ে তাকায়। বোধহয় ভাবেনি একার জন্য বিরিয়ানি অর্ডার করতে পারে মৌসুমী। বিরিয়ানি আসে। খেয়ে শুয়ে পড়ে মৌসুমী।

রাগের চোটে খায়না সুগত। পরেরদিন সকালে খায় না।বৌ একবার সাধছে না দেখে' আমার রান্না করবে না' বলে বেরিয়ে যায়।

 

একটা বড় ফ্ল্যাটে তিনটে মানুষের সম্পর্ক ক্রমশঃ সাম্প্রদায়িক হয়ে পড়ে।

Leave a Reply

Translate »
Call Now Button