Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৮ ই ডিসেম্বর, সোমবার, সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করা হয় সোমবার। জানা গেছে আগামী ৩১শে ডিসেম্বর করণদিঘী ব্লকের কান্তিরপা পা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে, সে উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী নমিনেশন জমা করেন। উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা, সহ সভাপতি শ্যামলাল মাহাতো সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, মাদ্রাসা স্কুলে নমিনেশন সাবমিশনের কাজ শেষ।